‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রতারণা, দুর্নীতিই বড় বাধা’

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতারণা এবং দুর্নীতিই বড় বাধা, বললেন ঢাকায় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে। তবে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের চেষ্টার সাধুবাদ জানিয়ে তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে ইতিবাচক ব্র্যান্ডিংয়ের আহ্বান জানান।

ডিক্যাব টকের অতিথি হিসেবে এক প্রশ্নের উত্তরে তিনি বিএনপি’র এমপিদের সংসদে যোগ দেওয়াকেও ইতিবাচক বলে ইঙ্গিত করেন।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ‘ডিক্যাব টক’। এবারের অনুষ্ঠানে অতিথি ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারউয়ে।

লিখিত বক্তব্যে দু’দেশের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশ ডেল্টা প্ল্যানে অংশী হওয়ার প্রতিশ্রুতিও দেন।

বিশ্বব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন এই কূটনীতিক।

বাক স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, সত্য বলার অধিকার সবার থাকতে হবে।

আরেক প্রশ্নের জবাবে, রোহিঙ্গা অত্যাচারকারীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন তিনি।