বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টি-টুয়েন্টি কখন, কোথায়?

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরুর অপেক্ষায় বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজটা ২-১ এ জিতে নেয় টাইগাররা। হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া দলটির এখন টি-টুয়েন্টিতে নিজেদের মেলে ধরার পালা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হবে বুধবার বাংলাদেশ সময় ভোরে। ওয়েস্ট ইন্ডিজ সময় যেটি মঙ্গলবার রাতে। পরের দুটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

চলুন দেখে নেয়া যাক বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচটি সম্পর্কে বিস্তারিত। কোথায়, কোন চ্যানেলে দেখা যাবে বাংলাদেশের খেলা তার খুটিনাটি।

ম্যাচ : ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ১ম টি-টুয়েন্টি।

কবে : ৩১ জুলাই, ২০১৮; মঙ্গলবার (বাংলাদেশে ১ আগস্ট, বুধবার)।

কখন : বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৬টা।

কোথায় : ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস।

খেলা দেখাবে যে চ্যানেল : গাজী টিভি, চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

দলের ভিতরের খবর :

ওয়েস্ট ইন্ডিজ

ক্রিসে গেইলকে টি-টুয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছে দেশটি। তাই ক্যারিবীয়দের হয়ে এদিন ওপেন করার সম্ভাবনা ইভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের। শেষ ওয়ানডেতে ঝড়ো ব্যাটিং করা রোভম্যান পাওয়েলের ব্যাটিং অর্ডারে জায়গা হতে পারে ছয় নম্বরে।

সম্ভাব্য একাদশ

ইভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিমো পল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশ

জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই সিরিজে ইনজুরির কারণে ছিলেন না মোস্তাফিজুর রহমান। শেষ টি-টুয়েন্টির একাদশে তাই পরিবর্তন আসছে। আবু হায়দারের জায়গা হয়তো দলে ঢুকবেন মোস্তাফিজ। সাত নম্বরে দেখা যেতে পারে আরিফুল হককে। সেক্ষেত্রে সাব্বির রহমানের একাদশে জায়গা না হওয়ার সম্ভাবনাই বেশি। তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার অথবা লিটন দাস ওপেন করবেন।

সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুরর রহমান, নাজমুল ইসলাম, আবু জায়েদ।