বাংলাদেশ থেকে ৭০০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘ফণী’

বাংলাদেশ থেকে ফণীর দূরত্ব এখন মাত্র ৭০০ কিলোমিটার। শুক্রবার (০৩ মে) সন্ধ্যা নাগাদ খুলনায় আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে শনিবার (৪ মে) দুপুরে। বাংলাদেশে থাকাকালীন গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিমি/ ঘণ্টা। তাই ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম। ভারতীয় উপকূলে আঘাত করে বাংলাদেশে প্রবেশ করবে। গতিপথ পরিবর্তন করে সরাসরি এদেশে আঘাতের সম্ভাবনা আপতত নেই।

ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ভারত ও বাংলাদেশের প্রায় ১০ কোটি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, প্রবল শক্তি নিয়ে ওড়িশার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এর প্রভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

আবহাওয়াবিদদের ধারণা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকর্মীদের। মজুদ রাখা হয়েছে জরুরি ওষুধ ও শুকনো খাবার।