বাংলাদেশ দলের ‘নিউক্লিয়াস’ সাকিব আল হাসান

সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘নিউক্লিয়াস’ বলে উল্লেখ করেছে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি। এছাড়া এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য সেমিফাইনাল পর্যন্ত যেতে হলে সাকিবকে ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এএফপির বরাত দিয়ে ‘সাকিব আল হাসান: দ্য নিউক্লিয়াস অব বাংলাদেশ’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

শনিবার (২৫ মে) এ প্রতিবেদনটি প্রকাশ করেছে তারা।

প্রতিবেদনে তার সম্পর্কে জানতে গিয়ে লেখা হয়েছে, ৩২ বছর বয়সী সাকিব আল হাসান একদিনের আন্তর্জাতিক ক্রিকেট র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। তিনি ৫৭০০-এরও বেশি রান করেছেন। আর নিজের নামের পাশে যোগ করেছেন ২৪৯ উইকেট।

প্রতিবেদনে সাবেক অধিনায়ক রকিবুল হাসানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাকিব বলেন, সাকিব হলেন আমাদের দলের নিউক্লিয়াস। এই বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কতদূর যাবে তা বেশিরভাগই নির্ভর করছে তার পারফরমেন্সের ওপর। প্রতিটি খেলায়, প্রতিটি টুর্নামেন্টে তার ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং; সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।