বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা, হবে যেসব ম্যাচ

আগামী বছরের শুরু থেকেই ব্যস্ত হয়ে যাবে বাংলাদেশ দল। বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

পরবর্তীতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। রঙিন পোশাকে খেলার পর জাতীয় দল লঙ্কানদের বিপক্ষে খেলবে দুটি টেস্ট ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের ফিক্সচার এখনও প্রস্তুত হয়নি।

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, দুই-একদিনের মধ্যেই ফিক্সচার চূড়ান্ত হয়ে যাবে। তবে যতটুকু জানা গেছে দুটি টি-টোয়েন্টি খেলতে ৮ জানুয়ারি ঢাকায় পা রাখতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

১২ ডিসেম্বর বিপিএলে পর্দা নামবে। এরপর ১০-১২ দিনের বিশ্রামে যাবে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর শুরু হবে ক্যাম্প। আকরাম খান বলেছেন,‘অস্ট্রেলিয়া সিরিজের পর পর দক্ষিণ আফ্রিকা গেল ৪৫ দিনের জন্য। এরপর দেশে ফিরে ৩-৪ দিন পর বিপিএলে নামে ক্রিকেটাররা। তাদের বিশ্রাম জরুরি।’

আগামী বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।

এদিকে তামিম ইকবালকে চিঠি দেওয়ার প্রসঙ্গে আকরাম খান জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স থেকে তামিমকে চিঠি দেওয়া হয়নি। তার মতে, চুক্তিভুক্ত ক্রিকেটারদের কোনো কথা বলা যাবে কোন কথা বলা যাবে না তা চুক্তিতে বলা আছে। তামিমের ভঙ্গিমা বা অ্যাটিটুউড নিয়ে কথা হচ্ছে।’প্রসঙ্গত, আগামী ২১ ডিসেম্বর তামিমকে শুনানিতে ডাকা হয়েছে।