বাজেটে পৃথক বরাদ্দ না থাকলেও এমপিও হবে : শিক্ষামন্ত্রী

বাজেটে এমপিওভুক্তির জন্য পৃথক বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রয়েছে তা থেকে এমপিওভুক্তির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এফসিসিআইয়ের দুটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। এ নিয়ে কষ্ট করে শিক্ষকদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, এমপিওভুক্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই কাজ করছে। এ কাজ এখনও চলছে। বাজেটে সব বিষয়ে বরাদ্দ থাকার প্রয়োজন নেই। এ বিষয়ে বরাদ্দ না থাকলেও মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে এবং অর্থমন্ত্রীর যে থোক বরাদ্দ আছে সেখান থেকে এমপিওভুক্তি করানো সম্ভব।

এমপিওভুক্তির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।