বার্সাকে হারানোর আনন্দে সন্তান নেওয়ার ধুম!

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে হারিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তার ঠিক ৯ মাস পর মঙ্গলবার বাবা হলেন পিএসজির দুই তারকা লুকাস মৌরা ও মারকুইনহোস।

বার্সাকে ৪-০ গোলে হারানোর ম্যাচে তারা দুজনেই খেলেছিলেন। যদিও ব্যাপারটি কাকতালীয় হতে পারে। তবু এখন তাদের বাবা হওয়ার পেছনে কেউ কেউ সেই ম্যাচের ফলাফল উদযাপনকে সূত্র হিসেবে দেখছে!

মৌরা ও মারকুইনহোস বাবা হওয়ার পর ব্রিটিশ ফুটবল ম্যাগাজিন ‘ফোর ফোর’ একটি টুইট করেছে। তাতে লেখা, ‘একটা আকর্ষণীয় সত্য এবং এটা থেকে আরও তত্ত্ব এবং ভাবনার দরজা খুলতে পারে। লুকাস মৌরা ও মারকুইনহোস বাবা হয়েছেন। ঠিক ৯ মাস আগেই চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে ৪-০ গোলে হারিয়েছিল পিএসজি।’

মৌরা ও মারকুইনহোসদের আনন্দ অবশ্য বেশিদিন স্থায়ী ছিল না। দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে তাদের ৬-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মেসি-নেইমাররা।