বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু : চাহিদা বেশি ৯, ১০ আগস্টের

আসন্ন ঈদুল আজহায় উপলক্ষে বাড়ি যেতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো। শুক্রবার ভোরে থেকে গাবতলী ও কল্যাণপুরে বৃষ্টি মাথায় নিয়েই টিকিট নিতে ভিড় করেছেন হাজারও যাত্রী। তাদের চাহিদায় বেশি দেখা যাচ্ছে ৯ ও ১০ আগস্টের টিকিট।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরো জানান, খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।