বিএনপির এখন প্রধান ইস্যু খালেদা জিয়ার মুক্তি

খালেদা জিয়ার সহসা জামিন না হলে, তাঁর মুক্তির দাবিতে বিএনপিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দলটির শুভানুধ্যায়ীদের। এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারনী ফোরাম এরই মধ্যে নেতাদের মতামত নিতে শুরু করেছেন। একমত হয়েছেন দলের অনেকে। তবে নেতারা বলছেন, নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি এবং ভোটের পদ্ধতি নিয়ে আন্দোলনই হবে প্রধান ইস্যু।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন শুরু হয়েছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করার দাবিতে তা রুপ নেয় সহিংসতায়। আন্দোলন ব্যর্থ হওয়ায় সে নির্বাচনে অংশ নেয়নি দলটি। আগামী নির্বাচন নিয়ে শুরুতে একই দাবিতে বিএনপি সোচ্চার থাকলেও খালেদা জিয়ার দন্ড হওয়ার পর তার মুক্তির দাবিই প্রধান ইস্যু।

তবে, বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা বলছেন, এবার নির্বাচন থেকে দূরে থাকা বিএনপির জন্য বড় ভুল হবে। খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নেবেন বলে মনে করেন তারা।

তাদের এমন পরামর্শের পর বিএনপির শীর্ষ নেতারা দলের ভেতরে এ বিষয়ে মতামত নিতে শুরু করেছেন। খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাওয়া না যায়ার চুড়ান্ত সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণার পর, জানাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা।

বিএনপিকে বাইরে রেখে একতরফা নির্বাচনে সরকারের চেষ্টা আর সফল হবে না বলেও মনে করেন বিএনপি নেতারা।