‘বিএনপির কার্ড বেশি বেচছি, ভালোই লাগছে’

জাহাঙ্গীর হোসেন (৪৫) একজন পতাকা বিক্রেতা। ঢাকাতেই থাকেন তিনি। আজ বিএনপির সমাবেশ উপলক্ষে শুধু জাতীয় পতাকাই নয়, বিক্রি করছেন বিএনপির আইডি কার্ডও।

রোববার দুপুর ১টায় সমাবেশস্থলের সামনে জাহাঙ্গীরের সঙ্গে কথা হয়। এ সময় তিনি বলেন, ‘এ পর্যন্ত ৫০০টি কার্ড বেচছি। ১০ টাকা করে অনেকেই কিনছে। এ ছাড়া কপালে বাঁধার জন্য পতাকার ছবিসহ ব্যান্ড কিনতেছে। একবার ফুরাই (ফুরিয়ে) গেছে। আবার নিয়ে আসছি।’

জাহাঙ্গীর হোসেন আরো বলেন, ‘বড় বড় পতাকাও বেচছি। ভালোই চলছে। ভাবিনি আজ এত বেচতে পারব। রাজধানীর চকবাজার থেকে এসব কিনে আনছি। আরো একবার নিয়ে আসতে হবে মনে হয়। ভালোই লাভ করমু আজ।’

জাহাঙ্গীর বলেন, ‘একটি কার্ড ১০ টাকা হলেও অনেকেই খুশি হয়ে বেশি টাকা দিচ্ছে। আবার কারো কারো কাছ থেকে কম দামও রাখছি। একসঙ্গে একটু আগে ৫০টি কার্ড বেচছি। দাম হয় ৫০০ টাকা, কিন্তু নিছি ৪৫০ টাকা।’

মাহামুদ আলী নামের এক বিএনপিকর্মী আইডি কার্ড কিনেছেন। তাঁর বুকে কার্ডটি পরিয়ে দেন জাহাঙ্গীর হোসেন। এ সময় মাহামুদ বলেন, ‘সমাবেশে এলাম, কার্ড না থাকলে কেমন যেন লাগছে। তাই কার্ড কিনলাম। ১০ টাকা কার্ডের দাম কিন্তু দিয়েছি ১৫ টাকা। নারায়ণগঞ্জ থেকে এসেছি। অনেক আশা নিয়ে এখানে এসেছি। আশা করছি, আজ বিএনপির নেতাকর্মীরা আমাদের মাঠে নামার শক্তি জোগাবেন। এভাবে আর চলছে না। বাড়ি থাকতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না পুলিশের ভয়ে। আজ থেকে সরকার পতনের ডাক দিক নেতারা। আমরা এই সরকারের পতন চাই।’