বিএনপির পক্ষে নির্বাচন করবেন কনকচাঁপা

রাজনীতিতে মিডিয়া অঙ্গনের শিল্পীদের আসা নতুন কিছু নয়। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) থেকে সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বিএনপির পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মনোনয়নপত্র কিনবেন তিনি। বিষয়টি নিশ্চিত করে কনকচাঁপা বলেন, ‘আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। এ জন্য আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম। এ কারণে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া সিরাজগঞ্জে আমার এলাকাবাসীও চাইছেন আমি নিবার্চন করি। ’

কনকচাঁপা আরো বলেন, ‘আমি মানুষের ভালোবাসা পেয়েছি। জানি ভালোবাসার ঋণ শোধ দেওয়া সম্ভব নয়। তাই আমি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে ভালোবেসে তাঁদের কল্যাণে কাজ করতে চাই। আমি মূলত রাজনীতি করতে চাই না। সবার জন্য ভালো কাজ করতে চাই। এই ইচ্ছাশক্তি আমার প্রবল।’

অনেক আগেই মৌখিকভাবে বিএনপি দলের প্রেসিডিয়াম সদস্যরা মনোনয়ন তাঁকে দিয়েছেন বলে জানান কনকচাঁপা।

চলচ্চিত্রে প্লে-ব্যাক করে বেশি জনপ্রিয়তা পান কনকচাঁপা। এর পাশাপাশি নজরুলসংগীত ও আধুনিক গান গেয়েও সবার ভালোবাসা অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তুমি আমার এমনই একজন’, ‘তোমায় দেখলে মনে হয়’ ইত্যাদি। অন্যদিকে, তাঁর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘বিরহের স্বরলিপি’, ‘একটা গান লিখো’ ও ‘তালপাতার বাঁশি’ ইত্যাদি।