বিএনপি নেতা ফুটবলার আমিনুলের বাসায় তল্লাশি

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তার পল্লবীর (ডি-২০৩, ইস্টার্ন হাউজিং পল্লবী সেকেন্ড পেইজ, পল্লবী) বাসায় তল্লাশি চালানো হয়। তবে এ সময় আমিনুল বাসায় ছিলেন না।

আমিনুল হক বলেন, ‘সন্ধ্যায় বিনা কারণে হয়রানির জন্য আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে।’

তবে পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পল্লবীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড চলছে।’

ফুটবলার আমিনুল হকের বাসায় তল্লাশির বিষয় এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না।’

এরআগে গত বছরের ৫ ডিসেম্বর আমিনুল হককে সুপ্রিম কোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে থেকে আটক করে পুলিশ।

ওইদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এ সময় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, আমিনুল হক ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন।