বিক্ষোভের ভয়ে ব্রিটেন সফর পেছাচ্ছেন ট্রাম্প!

সব ঠিক ছিল কিন্তু বিগড়ে গেল একটা নির্বাচনের ফলাফল। অগত্যা পিছতে হচ্ছে সফর! এমনই ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ব্রিটেন সফর ঘিরে।

ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে, বিক্ষোভে পড়তে পারেন সেই আশঙ্কায় ব্রিটেন সফর পেছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ফোন করে জানিয়েও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মে-র ডাওনিং স্ট্রিট অফিসের এক সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই এই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে গার্ডিয়ান।

ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী টেরেসা মে–র কনজারভেটিভ দল। যদিও বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তারা। যথেষ্ট সংখ্যক আসন পায়নি বিরোধী জেরেমি করবিনের লেবার পার্টি। তাই ২০১০ সালের পর ব্রিটেনে আবার ত্রিশঙ্কু সংসদ হতে চলেছে।