বিজয়ের মাসেই আগামী নির্বাচন : নাসিম

সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরেই শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বিশ্বের সব গণতান্ত্রিক দেশের মতো সংবিধান মেনেই নির্বাচন হবে জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান যে রায় দেবে, সেটাই আমরা মেনে নেব। খালেদা জিয়াকে অনুরোধ করব, নির্বাচনে আসুন। মাঠ ছেড়ে দয়া করে পালাবেন না। পালানোর অভ্যাস ত্যাগ করুন। মাঠে খেলা হোক, দেখেন কে জেতে কে হারে, রেফারি থাকবে নির্বাচন কমিশন।’

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সরকার খুবই আন্তরিক বলেও উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব দ্রুতই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এ জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। তা ছাড়া সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, জেলা প্রশাসক (ডিসি) আলী হোসেন, পৌর মেয়র মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

পরে সাতজন সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে আরো এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।