শহীদদের জন্য মোনাজাতে যুদ্ধাপরাধীদের বেহেশত কামনা

শহীদদের জন্য মোনাজাতে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের বেহেশত চেয়ে পরপর দু’বার মোনাজাত পরিচালনা করেছে এক মাদ্রাসার অধ্যক্ষ।

ঘটনার পরে উত্তেজনা দেখা দিলে মো. ফায়জুল ইসলাম নামের ওই মাদ্রাসার অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, শনিবার সকালে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত আয়োজন করা হয়।

‘মোনাজাতটি পরিচালনা করেন গোপালপুর দারুল উলুম মাদ্রাসার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফায়জুল ইসলাম। মোনাজাত পরিচালনার সময় তিনি পর পর দু’বার বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড প্রাপ্ত খুনী ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত খুনীদের বেহেশত কামনা করে দোয়া পরিচালনা করেন।’

জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনী কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।