বিদেশে বাংলাদেশি দূতাবাস ২৪ ঘণ্টা খোলা থাকবে : পরিকল্পনামন্ত্রী

অভিবাসীদের সব ধরনের সহযোগিতায় বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন তিনি। এ সময় রফতানি ও শ্রমবাজার সম্প্রসারণে দূতাবাসগুলোকে মূখ্য ভূমিকা পালন করার তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দূতাবাসগুলো হবে শ্রমিক বাজারের প্রধানকেন্দ্র। আমাদের রফতানি বাজারের প্রধান অফিস। মধ্যপ্রাচ্যের যে সব দেশে বাংলাদেশি শ্রমিকেরা আছেন ২৪ ঘণ্টা সেসব দেশের অ্যাম্বাসি অফিস খোলা রাখতে হবে।’