বিপত্তি দিয়ে শুরু ‘হংসবলাকা’র যাত্রা

যাত্রা শুভ হয়নি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের দ্বিতীয় ড্রিমলাইনার হংসবলাকার। শুরুতেই ঘটেছে বিপত্তি।

যাত্রা শুরুর আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ৮ ঘণ্টা বিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়তে হয় হংসবলাকাকে।
ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শনিবার রাত ১১টা ৪০ মিনিটে।

জানা গেছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় বিমানের দ্বিতীয় ড্রিমলাইনারের যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা ছিল। সবকিছু চূড়ান্ত হবার পর বিমানের ক্রু এবং বোয়িংয়ের পাইলট ককপিটে উঠে বসেন। বিমানটি এয়ারফিল্ডে নেয়ার পর পাইলট জানতে পারেন, ইঞ্জিনের রিডিংয়ে ত্রুটি।

তাৎক্ষণিক তিনি বিষয়টি বোয়িং কর্তৃপক্ষকে জানান। এরপর বোয়িংয়ের প্রকৌশলীরা প্রায় ৬ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর ইঞ্জিনের রিডিং ত্রুটি মেরামত করে ড্রিমলাইনারকে যাত্রার জন্য প্রস্তুত করেন।

এতে করে শনিবার বিকেলে ঢাকা পৌঁছার কথা থাকলেও সেটি আসতে রাত হয়ে যায়। এর ফলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহম্মেদের সংবাদ সম্মেলন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়।

এ ঘটনায় ড্রিমলাইনার আনতে যুক্তরাষ্ট্রে বিমানের যে ৩২ জন কর্মকর্তা গিয়েছিলেন, তারাও বিব্রত হয়েছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহম্মেদ জানান, দ্বিতীয় ড্রিমলাইনার যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে পাইলট ইঞ্জিনের রিডিংয়ে ত্রুটি পান। সেটি মেরামত করার ফলে উড্ডয়ন বিলম্বিত হয়।