বিশ্বকাপের জন্য বার্সার শিরোপা ছাড়তে প্রস্তুত মেসি

একটা বিশ্বকাপের জন্য বার্সার যেকোনো ট্রফি দিয়ে দিতে প্রস্তুত লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে একটা সাফল্যের জন্য তিনি কতটুকু মরিয়া, এই কথার ভেতর দিয়ে সেটাই বোঝাতে চেয়েছেন।

৩০ বছর বয়সী তারকা ২০১৪ বিশ্বকাপ ফাইনালের দলে ছিলেন। জার্মানির কাছে ১-০ গোলে হেরে যান। এছাড়া ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও হার দেখতে হয় তাকে।

এই মৌসুমে কোপা ডেল রে, লা লিগা জিতে বার্সায় শিরোপার সংখ্যাটা ৩২’এ নিয়ে গেছেন মেসি। হয়েছেন পাঁচবার বিশ্বসেরা খেলোয়াড়। অথচ জাতীয় দলে নেই বড় ট্রফি।

‘বার্সেলোনার একটি শিরোপার পরিবর্তে আমি জাতীয় দলের শিরোপা নিতে প্রস্তুত,’ মন্তব্য করে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলকে মেসি বলেন, ‘আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জয় হবে অতুলনীয়।’

আর্জেন্টিনা এবার ডি গ্রুপে খেলবে। তাদের সঙ্গে আছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।

আইসল্যান্ডের বিপক্ষে মেসিদের প্রথম ম্যাচ ১৬ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।