বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেমিফাইনালের অনফিল্ড আম্পায়াররাই থাকবেন লর্ডসের ফাইনালেও।

শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস আম্পায়ার হিসেবে থাকবেন। টিভি আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আলিম দার। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

ধর্মসেনা আইসিসির গত বছরের সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন, এর আগে ২০১২ সালেও বর্ষসেরা আম্পায়ারের পুরষ্কার ডেভিড শেফার্ড ট্রফি পেয়েছিলেন তিনি।

এরাসমাস সেরা আম্পায়ার হয়েছিলেন ২০১৬ ও ২০১৭ সালে। এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিনবার বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন দার।

এ বিশ্বকাপে ১৬ জন আম্পায়ারের সঙ্গে ৬ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করেছেন। রোববার ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।