বিশ্বকাপের বাংলাদেশ দলে রাহীকে দেখে চমকে গেছে আইসিসিও

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)। স্কোয়াডের সবচেয়ে বড় চমকের নাম পেসার আবু জায়েদ রাহি। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই তার। তবুও বাংলাদেশের বিশ্বকাপ দলে রাখা হয়েছে তাকে। স্কোয়াডে রাহিকে দেখে অনেকেই যেমন চমকে গেছেন তেমনি হয়তো চমকে গেছে আইসিসিও। তাই তো তাদের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজের কাভারে ঝুলিয়েছে রাহির ছবি।

অনভিজ্ঞ আবু জায়েদ রাহিকে বিশ্বকাপ দলে নেয়া প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচকদের ভাষ্য, আবু জায়েদকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে সে নিয়মিত পারফর্ম করে। তার বলে গতি কম হলেও উইকেটের দুই দিকে সুইং করাতে পারে। তাসকিনের ফিটনেস নিয়ে সমস্যা থাকায় রাহীকে দলে নেয়া।

মঙ্গলবার ( ১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

রাহি ছাড়াও বিশ্বকাপ দলের পেস আক্রমণে রয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি (অধিনায়ক), সাকিব (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

প্রসঙ্গত, আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি ম্যাচেরই ভেন্যু কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২ জুন ওভালে।