বিশ্বকাপে স্ত্রীদের পাশে পাবেন কোহলি-ধোনিরা

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। টুর্নামেন্ট চলাকালীন স্ত্রী ও সন্তানদের পাশে পাবেন ভারতীয় ক্রিকেটাররা। তবে পুরো বিশ্বকাপে নয়। সর্বোচ্চ ২০-৩০ দিন প্রিয়জনদের কাছে রাখতে পারবেন তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) বিষয়টি নিশ্চিত করেছে। ভারত বিশ্বকাপ অভিযানে নামবে ৫ জুন। ওই দিন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টিম ইন্ডিয়া।

এর পর কোহলি-ধোনিদের সঙ্গে যোগ দিতে পারবেন আনুশকা-লক্ষ্মী-জিভারা। মূলত রাউন্ড রবিন লিগ চলাকালীন স্বামীদের পাশে থাকতে পারবেন স্ত্রী-সন্তানরা। তবে দল নকআউটপর্বে গেলে দেশে ফিরে আসতে হবে তাদের।

বিশ্বকাপের মতো আসরে ক্রিকেটারদের চাপমুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিওএ। লম্বা বিদেশ সফরে পরিবারকে সঙ্গে রাখতে গেল বছর আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। তবে সেবার তাদের আবেদনে সাড়া দেয়নি সিওএ। এবার বিশ্বকাপের জন্য স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার জন্য আবেদন করেন তারা। অবশেষে তাতে সম্মতি জানানো হলো।

চলমান আইপিএল শেষ হওয়ার ১০ দিন পরই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন কোহলি অ্যান্ড কোং। দেশ ছাড়ার অন্তত দুই সপ্তাহ পর পরিবারের সদস্যরা তাদের কাছে যাওয়ার অনুমতি পাবেন।