বিশ্বকাপ জিতলে জার্সি খুলে ওড়াবেন কোহলি!

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উল্লাস করেছিলেন সে সময়কার ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। স্বাগতিকদের বিপক্ষে জয়ের পরই এই উচ্ছ্বাস করেছিলেন কলকাতার মহারাজ। ক্রিকেটপ্রেমীরা নিশ্চই সে স্মৃতি ভুলে যাননি । দীর্ঘ ১৬ বছর পর আবার বিষয়টি আলোচনায় এসেছে। ২০১৯ বিশ্বকাপ জিতলে নাকি বিরাট কোহলি এমন আনন্দে মেতে উঠতে পারেন।

কথাটি বলেছেন খোদ সৌরভ গাঙ্গুলীই। সম্প্রতি এক অনুষ্ঠানে সৌরভ ও কোহলি একসঙ্গে গিয়েছিলেন। সেখানেই সংবাদমাধ্যমকে এমন কথাটি বলেছিলেন তিনি।

২০১৯ সালে ইংল্যান্ডে বসবে পরবর্তী বিশ্বকাপ। সে বিশ্বকাপ কোহলি জিততে পারলে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে বলতে পারি, ২০১৯ সালে ভারত বিশ্বকাপ জিততে পারলে, কোহলি জার্সি খুলে হেঁটে বেড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০০২ সালে আমি এত মোটা ছিলাম না, অবশ্য কোহলির সিক্স প্যাক রয়েছে।’

এর উত্তরে মজার ছলে কোহলি বলেন, ‘শুধু আমি একা নই, দলে অনেকেরই সিক্স প্যাক রয়েছে।’

অবশ্য উদযাপনের প্রসঙ্গ উঠলে সৌরভের সেই লর্ডসের ব্যালকনির ছবিটাও ভেসে উঠবেই। এর আগে সৌরভ একবার বলেছিলেন, এই ঘটনার জন্য তিনি ‘গর্ববোধ’ করেন না। আর এখন বলছেন, ‘আমি জানি না, সেদিন আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম।’