বিশ্বরেকর্ড : ইতিহাসে মুশফিকই ফার্স্ট

ছাত্রাবস্থায় ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন। ছিলেন ইতিহাসের ছাত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে ফার্স্ট ক্লাস নিয়ে পড়ালেখা শেষ করেন তিনি। সেই মুশফিকুর রহিম ক্রিকেট ইতিহাসেও হলেন প্রথম ।

জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। অবশ্য এর আগেও দ্বিশতক হাঁকিয়েছেন তিনি। পাঁচ বছর আগে, ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে কাঁটায় ২০০ রান করেন মিস্টার ডিপেন্ডেবল।

তবে মুশির এবারের ডাবল সেঞ্চুরিটার মাহাত্ম অনেক। আজ তিনি পেয়েছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক। এ নিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

শুধু তাই নয়, এদিন বাংলাদেশ ক্রিকেটেও অনন্য নজির গড়েন মুশফিক। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুইবার ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন তিনি। সঙ্গে সর্বোচ্চ রানের।

টাইগারদের হয়ে ক্রিকেটের আদি ফরম্যাটে দ্বিশতক আছে কেবল দুজনের-সাকিব আল হাসান ও তামিম ইকবালের। টেস্টে টিম বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল সাকিবের, ২১৭। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে এ ইতিহাস গড়েন তিনি। আর ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় ২০৬ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেন তামিম। বিশ্বসেরা অলরাউন্ডার ও ড্যাশিং ওপেনারকেও ছাড়িয়ে গেছেন মুশফিক। এখন এ ফরম্যাটে টাইগারদের সর্বোচ্চ রান স্কোরার তিনিই।

মুশফিকের ইতিহাসের দিনে ৫২২ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ২১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪২১ বলে ১৮ চার ও ১ ছক্কায় এ ঐতিহাসিক ইনিংস খেলেন লিটল ম্যান।

লাঞ্চ বিরতির পর মুশফিককে সঙ্গ দিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে নেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১০২ বলে ৫ চার ও ১ ছক্কায় গুরুত্বপূর্ণ এ ইনিংস সাজান সম্ভাব্য সাকিবের উত্তরসূরি।