বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারত!

বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। প্রায় ১১০টি ফাইটার জেট বিমানের অর্ডার দিতে চায় তারা৷ এর জন্য প্রায় ১ লাখ কোটি টাকা পর্যন্ত দিতে প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী৷

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১১০টি ফাইটার জেটের জন্য বিশ্বের সমস্ত কোম্পানির কাছে তাদের প্রস্তাব পাঠানোর আবেদন জানানো হয়েছে৷ ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগের আওতায় এটি তৈরি হতে চলেছে৷ সিঙ্গল ও টুইন সিটের জেট তৈরির কথা বলা হয়েছে৷

জানা গেছে, ফাইটার জেটের ৮৫ শতাংশ তৈরি করবে ইন্ডিয়ান প্রোডাকশন এজেন্সি৷ জুলাই পর্যন্ত প্রস্তাব জমা নেওয়া হবে।

ভারতীয় প্রতিরক্ষা দফতর জানায়, ২৫০টি ফাইটার জেট বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় তৈরি করা হবে৷ বিমান বাহিনীতে সেগুলো ব্যবহার করা হবে৷ ১০০টি সিঙ্গল ইঞ্জিন ফাইটার জেট তৈরি করা হবে ভারতে৷ ৯০টি ডবল ইঞ্জিন ফাইটার জেটও তৈরি হবে৷ নৌবাহিনীর জন্য প্রয়োজন ৫৭টি জেট৷

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস