বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প বাংলাদেশে

বাংলাদেশ সরকার ৮ লাখ শরণার্থীর জন্য ক্যাম্প নির্মাণের যে ঘোষণা দিয়েছে- তা বাস্তবায়ন হলে সেটি হবে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হয়ে পালিয়ে আশ্রয় নেয়া প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গার জন্য এ ক্যাম্প নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। খবর এএফপির।

গত ২৫ আগস্ট রাখাইনে বর্বরতার পর থেকে এখনও পর্যন্ত রোহিঙ্গাদের পালিয়ে আসা অব্যাহত রয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাবে বর্তমানে বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৬৫ লাখ শরণার্থী রয়েছে। যার প্রায় সবাই গ্রামে, অস্থায়ী নিবাসে বা ক্যাম্পাসে অবস্থান করছে।

এর মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় ৬ লাখ, উগান্তডার বিদিবিদিতে রয়েছে ২ লাখ ৮৫ হাজার, কেনিয়ার দাদাবে ২ লাখ ৩৯ হাজার, তানজানিয়োর নায়ারুগুসুতে ১ লাখ ৩৯ হাজার ৬৩০ জন এবং জর্দানের জাতারিতে রয়েছে ৮০ হাজার ১৪০ জন।