বিয়ে না করেই মা হলেন মন্ত্রীর মেয়ে

বিয়ে না করেই সারোগেসির মাধ্যমে মা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর মেয়ে। নাম শ্রেয়া পাণ্ডে। বাবা রাজ্যের সুরক্ষমন্ত্রী সাধন পাণ্ডে। গত ৩০ আগস্ট এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া।

মেয়ের নাম রেখেন আদর। মুম্বাইয়ের চিকিৎসক যতীনের অধীনে জন্ম হয় আদরের। বর্তমানে মেয়েকে নিয়ে মুম্বাইয়ে আছেন অবিবাহিত শ্রেয়া।

বাবার সম্মতি নিয়ে শ্রেয়া মা হওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে। মাকে জানান অনেক পরে। তবে নাতনিকে দেখার পর বাবা-মা দুজনই খুব খুশি বলে জানান শ্রেয়া।

শ্রেয়া বলেন, ‘বাবা প্রথম থেকেই জানতেন। সারোগেসি কী, সেটা বোঝাতেও হয়নি। সাপোর্ট করেছিলেন পুরোপুরি। তবে এটা আমার আর বাবার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মাকে বলেছি অনেক পরে। মাকে বোঝাতে সময় লেগেছিল।’

অবিবাহিত মেয়ের মা হওয়া নিয়ে সাধন পাণ্ডে বলেন, ‘এখন সমাজ বদলে যাচ্ছে। কেউ যদি সিঙ্গল মাদার হতে চায় তাতে আপত্তি কোথায়? শ্রেয়া সিঙ্গল মাদার হওয়ায় আর আদরকে পেয়ে আমরা খুশি।’

বিয়ের আগে মা হলেও বিয়ের বিপক্ষে নন শ্রেয়া। তার কথায়, ‘আমি বিয়ের বিপক্ষে নই। কিন্তু সোসাইটির জন্য যে অ্যারেঞ্জড ম্যারেজ হয়, সেটাতে বিশ্বাসী না।’

‘যাকে ভালোবাসি না, তাকে বিয়ে করতে পারবো না। কালই যদি প্রেমে পড়ি, আর মনে করি এটাই বিয়ে করার সঠিক সময়, আমি বিয়ে করবো। আর হ্যাঁ, মেয়ের কাছে কোনোদিন কিছু লুকাবো না।’