‘বুশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ দেশটির সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন।

শুক্রবার ক্যালিফোর্নিয়া রিপাবলিকান পার্টির এক কনভেনশনে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর আল সাবাহ ডটকম।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক জেমস কমিকে অপসারণ আধুনিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ভুল বলে তিনি মন্তব্য করেন।

ব্যানন জর্জ ডব্লিউ বুশকে শুধু খারাপ প্রেসিডেন্ট বলেই থেমে থাকেননি। বুশ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক, অদক্ষ ও আনাড়ি প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন।

গত সপ্তাহে নিউইয়র্কে দেয়া বুশের এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমি তার (বুশের) আগে এমন ধ্বংসাত্মক কোনো প্রেসিডেন্ট দেখিনি।

তবে ব্যাননের এ বক্তব্যের সঙ্গে সঙ্গে সেখানে কিছু প্রতিবাদকারী জড়ো হয়। তারা অনুষ্ঠানস্থলের এক পাশ ব্যারিকেড দিয়ে রাখে।