বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ৩১টি গরু নিয়ে ডুবে গেছে ট্রলার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৩১টি গরু ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ফতুল্লা লঞ্চ ঘাটের কাছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে এমভি ধুলিয়া-১ লঞ্চের ধাক্কায় এঘটনা ঘটে।

নিখোঁজ গরুর মালিক সিরাজ বেপারীর ছেলে মনিরুল ইসলাম বলেন, টাঙ্গাইল থেকে ৩১টি গরু নিয়ে ফতুল্লা হাটে আসছিলাম। ফতুল্লা লঞ্চঘাটের কাছে সন্ধ্যায় আসামাত্র এমভি ধুলিয়া-১ বরিশালগামী লঞ্চ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

তিনি বলেন, ৫টি গরু নিয়ে আমরা ৯জন তীরে উঠতে পারলেও বাকী ২৬টি গরু ও ট্রলারটি হদিস পাওয়া যায়নি।

তিনি দাবি করেন, প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, লঞ্চচালক ফারুক হোসেনকে লঞ্চসহ আটক করা হয়েছে।