‘বেপরোয়া পথচারীও সড়ক দুর্ঘটনার কারণ’

সড়ক দুর্ঘটনার জন্য সব সময় গাড়ির চালক বা রাস্তাই দায়ী নয়, অনেক সময় পথচারীর কারণেও সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমি কিছুক্ষণ আগে যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমি দুই জায়গার দুটি পয়েন্টে দেখতে পেলাম, যে হঠাৎ করে একঝাক তরুণ রাস্তায় নেমে গেছে। এখন গাড়ি তো চলছে, চলমান গাড়ি। সে সময় যদি কেউ এ গাড়ির তলায় পিষ্ট হয়, তো কে দায়ী হবে বলুন। তার পর পরই আমি দেখলাম, একটা মেয়ে রাস্তা পার হচ্ছে মোবাইলে কথা বলতে বলতে। তো গাড়ি চলমান, গাড়িকে অনেক কষ্টে থামাতে হলো। তো সে অবস্থায় চলমান গাড়ি যদি তাঁকে চাপা দেয় সেটার জন্য কে দায়ী হবে? আপনি যাচ্ছেন গাড়িতে চড়ে। দিগ্বিজয়ী আলেকজান্ডার এমন সময় ড্রাইভার হয়ে যায়। এমন সময় আপনি জানালার পথ দিয়ে আপনার হাতটিকে প্রসারিত করলেন, আনন্দে। তখন, আরেকটা গাড়ি এসে আপনার হাতটা নিয়ে গেল। কে দায়ী এখানে? এখন এখানে শুধু বেপরোয়া ড্রাইভার দায়ী না। শুধুমাত্র রাস্তা দায়ী নয়। বেপরোয়া পথচারীও অনেক সময় এই দুর্ঘটনার কারণ।’

এ সময় মন্ত্রী সড়ক দুর্ঘটনা বিষয়ে যাত্রী কল্যাণ সংস্থার দেওয়া তথ্য-উপাত্ত মনগড়া বলে সংস্থাটির কাজের সমালোচনা করেন।