বেরোবিতে দুই শিক্ষক পেলেন বহিরাঙ্গন ও ই-লার্নিং সেন্টারের পরিচালকের দায়িত্ব

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই শিক্ষককে বহিরাঙ্গন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালকের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর বুধবার (১৫ নভেম্বর) পৃথক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করেন যা আজ বৃহস্পতিবার জারি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খানকে বহিরাঙ্গন এবং দুর্যোগ ব্যবস্থাপনা-ই-লার্নিং সেন্টারের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম।

দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন দপ্তরের পরিচালকের পদটি ফাঁকা ছিল। এ পদে একজন শিক্ষককে পরিচালকের দায়িত্ব দেয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো আউটডোর কার্যক্রমের জন্য তাঁর অনুমোদনের প্রয়োজন হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।