বেরোবিতে লোকপ্রশাসন বিভাগে ‘ভূমি প্রশাসন বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ভূমি প্রশাসন বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় লোকপ্রশাসন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় (পি আর এল) এর অতিরিক্ত সচিব ড. কবির মোঃ আশরাফ আলম। লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগটির শিক্ষকবৃন্দসহ, কর্মকর্তা-কর্র্মচারী।

সেমিনারে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।