বৈঠকের শুরুতেই পুতিনকে চোখ টিপে দিলেন ট্রাম্প! (ভিডিও)

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সোমবার বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকের শুরুতে সাংবাদিকদের উপস্থিতিতে একে অপরকে আনুষ্ঠানিকভাবে সম্বোধন করেন দুই নেতা।

ট্রাম্প দুই দেশের মধ্যে ‘অসাধারণ সম্পর্কের’ প্রতিশ্রুতি দেন ট্রাম্প। অন্যদিকে, পুতিন বলেন, বিশ্বজুড়ে হানাহানি বন্ধ করার এটাই সময়। দুই নেতার অঙ্গভঙ্গিই এসময় বেশ আড়ষ্ট মনে হয়।

কিন্তু বৈঠকের এই ভাবগম্ভীর পরিবেশের মধ্যে অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের সাংবাদিক মার্ক স্টোন। ছবির জন্য পোজ দিতে দিতেই রাশিয়ার প্রেসিডেন্টকে চোখ টিপে ইশারা করেন ট্রাম্প।

ট্রাম্পের এই বেমানান ইশারার ভিডিওও প্রকাশ করেন স্টোনসহ ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান:

‘আমি মনে করি, সারা বিশ্ব আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক দেখতে চায়’ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করে রাশিয়ার প্রেসিডেন্টকে লক্ষ্য করে চোখ টিপে দেন।

শুরুর বক্তব্যে পুতিন বলেন, ‘এখন সময় এসেছে আমাদের সম্পর্ক ও পৃথিবীর সমস্যাগুলো নিয়ে বাস্তবসম্মত আলোচনা শুরু করার।’

রাশিয়া সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করায় ট্রাম্প পুতিনকে অভিনন্দন জানান।

এসময় তিনি বলেন, এই বৈঠকে ‘বাণিজ্য থেকে শুরু করে সামরিক, ক্ষেপণাস্ত্র, পরমাণু অস্ত্র, ও চীনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।’

‘আমি মনে করি, একসঙ্গে আমাদের দুই দেশের অনেক সম্ভাবনা রয়েছে। সত্যি কথা বলতে, গত কয়েক বছর ধরে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না’ বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মধ্যে অসাধারণ সম্পর্ক তৈরি হবে বলে আশা করছি।’