বৈরী সম্পর্ক, তবু বৈঠকে বসছে ভারত-পাকিস্তান

ভারত-পকিস্তানের বর্তমান সম্পর্ক বেশি ভালো যাচ্ছে না। উরি হামলা এবং পরবর্তী সময়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ঘিরে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ। এ অবস্থায় দুই দেশের মধ্যে কোনো পর্যায়ের বৈঠকের সম্ভাবনা দূর অস্ত।

তবে এই আবহেই দুই দেশের মধ্যে সিন্ধুজল চুক্তির অধীনে দুটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বৈঠকের আয়োজন হয়েছে।

ব্যতিক্রমী এ ঘটনার কারণ অবশ্য তৃতীয় দেশ। যুক্তরাষ্ট্রের মাধ্যমেই এ বৈঠক নাকি আয়োজন করা হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে এ চুক্তির সমঝোতা বৈঠক হচ্ছে।

বৈঠকের জন্য ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ সচিব অমরজিৎ সিংহ ইতিমধ্যে ওয়াশিংটন পৌঁছেছেন। থাকছেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনাও। পাকিস্তানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তারা পৌঁছে গেছেন।

সোমবার গভীর রাতে বৈঠকটি হওয়ার কথা। বৈঠককে স্বাগত জানিয়ে বিশ্বব্যাংকের অন্যতম শীর্ষ কর্তা অ্যানেট ডিক্সন এক চিঠিতে জানিয়েছেন, বিশ্বব্যাংক দুই দেশের শুভবুদ্ধি ও সহযোগিতার মনোভাবকে স্বাগত জানাচ্ছে। এ চুক্তিকে সুরক্ষিত করতে এবং এগিয়ে নিয়ে যেতে দুই দেশই প্রস্তুত হয়ে আসুন।