‘বোঝা যায় কী রকম নির্বাচন তারা করতে চায়’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বোঝা যায় কী রকম নির্বাচন তারা (সরকার) করতে চায়। এক কথায় যেরকম করে বাজারে কথা চালু আছে, এমন কোনো নির্বাচন বর্তমান সরকার হতে দেবে না যাতে তাদের গদি চলে যেতে পারে।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। আদর্শ নাগরিক আন্দোলন ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা নির্বাচনটা করবেন তাঁরা এ রকম একটা আচরণ করছেন, যে নির্বাচনটা আমাদের ব্যাপার না নির্বাচন কমিশনের ব্যাপার। আর নির্বাচন কমিশন বলছে বিএনপি আসে কি না আসে ওটা দেখা আমার দায়িত্ব না।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, ‘দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই চাকরি রক্ষায় ব্যস্ত।’

কোনো প্রতিষ্ঠানের অনিয়মের কোনো রকমের প্রতিবাদ নেই বলেও উল্লেখ করেন ব্যরিস্টার মইনুল হোসেন।