ব্রণের দাগ দূর করতে করণীয়

প্রশ্ন : ব্রণের দাগ দূর করতে করণীয় কী?

উত্তর : এই দাগের আধুনিক অনেক চিকিৎসা রয়েছে। আসলে এটা দুঃখজনক হলেও সত্যি এ ধরনের কেস আমরা চেম্বারে প্রতিনিয়ত পাই। যাদের খুব অল্প দাগ পড়েছে, কেবল পিগমেন্টেশন বা স্কার বা গর্ত নেই, তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দেব। ক্রিম, লোশনের পাশাপাশি বিউটি পিল বলে একটি বিষয় বলি, একটি ক্যামিক্যালের মতো ওষুধ আমরা রোগীকে দুই সপ্তাহ পর পর লাগিয়ে দেই। এতে সুপার ফেসিয়াল স্কিন লেয়ার যেটি সেটি আস্তে আস্তে স্ক্যালিং হয়ে উঠে যায়। সেটা খুব বেশি বোঝা যাবে না। এটা খুব যন্ত্রণাদায়ক কোনো পদ্ধতি নয়। ভালো মানের অনেক বিউটি পিল রয়েছে। তবে এটি অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধায়নে করা উচিত। কোনো পার্লারে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে এটি না করাই উচিত।

যাদের অতি মাত্রায় ক্ষত হয়ে গেছে, যাদের গভীর গর্ত রয়েছে সেগুলো আমরা পাঞ্চ এক্সেশন করি। পাঞ্চ করে সেই জায়গায় কসমেটিক সুইচার দিয়ে দেই। আর সাধারণত আমরা রেডিও ফ্রিকুয়েন্সি মাইক্রোনিডিলিং করি। একটি যন্ত্রের মাধ্যমে রোগীর ত্বকে স্টিমুলেশন দেই। এতে কোলাজেন উদ্দীপ্ত হয়। এতে ওই গর্তগুলো এমনিতেই ভরে আসে। সেটা সেশন অনুযায়ী। মাসে একটি করতে হবে। সাধারণত ছয় থেকে আটটি সেশন করতে হয় যাদের অতি মাত্রায়। এটি করলে তাদের সমস্যা ৮০ থেকে ৯০ ভাগ কমে যাবে।