ব্রণের সমস্যায় ভুগছেন? জেনে নিন, ব্রণ থেকে বাঁচার সহজ উপায়

অনেকেই ব্রণের সমস্যায় ভুগছেন। এবার জেনে নিন ব্রণ থেকে বাঁচার সহজ ১২টি উপায় । ব্রণে কখনও হাত দেবেন না। নখ একেবারেই লাগাবেন না। এর ফলে বিপদ বাড়ে। নখ দিয়ে খোটাখুটি করলে দাগ পড়ে যায়। আপেল সিডার ভিনিগার ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। তাই দ্রুত ব্রণ সারাতে পারে। জলের সঙ্গে মিশিয়ে লাগান।

► আপেল সিডার ভিনিগার ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। তাই দ্রুত ব্রণ সারাতে পারে। জলের সঙ্গে মিশিয়ে লাগান।

► ১ চামচ লো ফ্যাট বা জিরো ফ্যাট দুধ বা দইয়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ব্রণের চারিদিকে লাগান।

► ২ চামচ মধুর সঙ্গে ১ চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে ব্রণতে লাগান। কিছুক্ষণ বাদেই ধুয়ে নিন। লাগানোর আগেও মুখ ধুয়ে মুছে নেবেন।

► ২-৩ টি ডিমের সাদা অংশ নিয়ে ভাল করে ফেটিয়ে নিন যাতে ফুলে তা ক্রিমের মতো হয়ে যায়। মুখ ধুয়ে মিশ্রণটা মুখে ৩-৪ টি পরত লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন।

► পাকা পেঁপে ভাল করে চটকে মুখে মেখে নিন। শুকিয়ে এলে ধুয়ে পরিষ্কার করে নিন।

► একটি কমলা লেবুর খোসা একটু পানি দিয়ে ভাল কওে বেটে নিন। বেশি পাতলা করবেন না। এটা ব্রণর জায়গায় লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

► ৩ টি স্ট্রবেরি ও ২ চামচ মধু ভাল করে মেখে মুখে লাগান। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।

► কলার খোসা খুবই উপকারী। কলার খোসা মিক্সিতে পেস্ট করে নিয়ে লাগান। ১৫-২০ মিনিট পরে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

► লেবুর রস ব্রণ সারাতে খুব কার্যকরি। লেবুর রস নিয়মিত লাগালে খুব ভাল কাজ দেয়।

► গরম জলের বাষ্প মুখের ময়লা দূর করে। তাই পারলে ভাল করে গরম জলের ভেপার নিন। ব্রণ থেকে মুক্তি পাবেন।

► অ্যালোভেরা জেলের সঙ্গে ২-৩টি রসুন থেঁতো করে মিশিয়ে দিন। এটি ব্রণতে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।