ব্রাদারহুডকে পুরোপুরি ‘সন্ত্রাসী’ ঘোষণা সম্ভব নয়

মিশরের ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডকে পুরোপুরি ‘সন্ত্রাসী’ ঘোষণা করা সম্ভব নয় মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি বলেন, ‘এতে ওই অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক সংকট দেখা দিতে পারে।’

বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে হাজির হয়ে উপসাগরীয় সংকট নিয়ে কথা বলার সময় তিনি মুসলিম ব্রাদারহুডকে নিয়ে এ মন্তব্য করেন। সিনেট কমিটিকে টিলারসন বলেন, পুরো সংগঠনকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করাটা সমস্যাপূর্ণ। বর্তমানে মুসলিম ব্রাদারহুডের ৫০ লাখেরও বেশি সদস্য আছে এবং অনেক দেশের সরকারেও তাদের অংশীদারিত্ব আছে।

বাহরাইন এবং তুরস্কের পার্লামেন্টের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘মুসলিম ব্রাদারহুডের অনেকেই এসব সরকারে অংশীদার হিসেবে আছে। তারা সব সময় সহিংসতা এবং সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে।’

মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘তাই পুরো মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করতে আমার মনে হয়, আপনাদের এর জটিল দিকগুলো দেখা দরকার।’

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক জানান, ওয়াশিংটন সংগঠনটির কিছু অংশকে সহিংসতা সৃষ্টির জন্য দায়ী মনে করে। তবে পুরো সংগঠনকে এই তালিকায় আনা জটিল।

এর আগে গত ৫ জুন মুসলিম ব্রাদারহুডসহ কিছু সংগঠনকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর।

২০১২ সালে হুসনে মোবারকের পতনের পর মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক সরকার গঠন করে ব্রাদারহুড। ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি। এরপর থেকে ব্রাদারহুড সমর্থকদের ওপর চালানো হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন। এতে সমর্থন দেয় সৌদি সরকার।