ব্লগার হত্যায় অভিযুক্ত জঙ্গির ছবি প্রকাশ কলকাতায়

তামিম ওরফে মুন ওরফে স্বপন বিশ্বাস ও নয়ন গাজী ওরফে সাইফুল গাজী নামে সন্দেহভাজন দুই ‘জঙ্গি’র ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ।

শুক্রবার কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এ ছবি প্রকাশ করে।

তাদের দাবি, তামিম বাংলাদেশে ব্লগার হত্যায় অভিযুক্ত।

হাওড়ার ডবসন রোডের হোটেলে তামিম ও নয়ন অবস্থান করছিল।

কলকাতায় জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সদস্যদের গ্রেফতার করে এমনই তথ্য পেয়েছে লালবাজার থানা।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ডিসি (এসটিএফ) মুরলীধর শর্মা শুক্রবার দাবি করেন, বাংলাদেশে ব্লগার খুনে অভিযুক্ত জঙ্গি তামিম ওরফে মুন ওরফে স্বপন বিশ্বাস এবিটির অপারেশন টিমের সদস্য। তামিমের সঙ্গে হাওড়ার হোটেলে নয়ন গাজী ওরফে সাইফুল গাজী নামে আরও এক জঙ্গি ছিল।

এদের খোঁজ পেতে পুরস্কারের ঘোষণাও দিয়েছে কলকাতা পুলিশ।

কলকাতার গোয়েন্দা সূত্রের খবর, তামিম ও নয়ন দুজনই বাংলাদেশি নাগরিক। তামিমের বাড়ি খুলনায় ও নয়নের সাতক্ষীরার মাদরায়।

তবে হাওড়ার হোটেলে তারা যে কার্ড জমা দিয়েছিল তাতে সাইফুল গাজী ও স্বপন বিশ্বাসের নাম রয়েছে।

সাইফুল উত্তর ২৪ পরগনার কৃষ্ণপাড়া ও স্বপন বাজিতপুরের ঠিকানা দিয়েছে।

হাওড়ার হোটেলের কর্মীদের বরাত দিয়ে কলকাতার পুলিশ বলছে, তামিমের সঙ্গে আরও একজন ছিল। ১ অক্টোবর তারা হোটেলে এসে তিন দিন থাকে। সিসিটিভি ফুটেজ থেকে দুজনের ছবি সংগ্রহ করা হয়।