বয়ফ্রেন্ড না-থাকলেই শ্লীলতাহানি থেকে বাঁচবে মেয়েরা!

শ্লীলতাহানি থেকে বাঁচতে ছাত্রছাত্রীদেরকে প্রেম থেকে দূরে থাকার পরামর্শ দিলেন ভারতের এক বিজেপি বিধায়ক। তাঁর দাবি, মেয়েরা শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে চাইলে তাঁদেরকে বয়ফ্রেন্ড বানানোর সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে।

ভারতের মধ্যপ্রদেশের গুনায় সরকারি কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপি বিধায়ক পান্না লাল সাকিয়া ছাত্রছাত্রীদের উদ্দেশে মন্তব্য করতে গিয়ে বলেন, সাংবাদিকরা অনেক সময় তাঁকে শ্লীলতাহানির ঘটনা বেড়ে যাওয়া সম্পর্কে প্রশ্ন করেন। তাঁদের জবাব দিতে গিয়ে বিধায়ক বাবু নাকি বলেন, বয়ফ্রেন্ড তৈরি না-করলেই ছাত্রীরা শ্লীলতাহানি থেকে বাঁচতে পারবেন। ছেলেরাও যাতে গার্লফ্রেন্ড না বানান, সেই পরামর্শও দেন বিজেপি বিধায়ক।

ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোন সরবরাহ করা হয়। ছাত্রীরা যাতে ফোনটির অপব্যবহার না-করেন, সে বিষয়েও সতর্ক করেন সাকিয়া।

নারী দিবস পালন নিয়ে তাঁর যুক্তি, ভারতে একদিন নারী দিবস পালনের ঐতিহ্য নেই, চারদিন নারী দিবন পালন করা হয়। তাঁর দাবি, ‘নবরাত্রিতে আমরা ৪ দিন নারী দিবস পালন করি। আমাদের দেশে একদিন নারী দিবস পালনের রীতি নেই।’

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া