ভারতের জাতীয় সংগীত গাইলেন পাকিস্তানি দর্শক (ভিডিও)

এশিয়া কাপে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা দেখতে গিয়ে ভারতের জাতীয় সংগীতের সঙ্গে গলা মিলিয়েছেন এক পাকিস্তানি যুবক।

আর সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ফেসবুকে ভারতের বিভিন্ন পেজ ও গ্রুপে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

বিষয়টিকে অনেক ভারতীয় ইতিবাচক বলছেন। পাকিস্তানি নাগরিকের এমন মানসিকতাকে বাহবা দিয়েছেন অনেক ভারতীয়।

এমনটি ভারতীয়দের থেকেও আশা করা উচিত বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

ভিডিওটিতে দেখা গেছে, দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলায় আর সবার সঙ্গে উঠে দাঁড়িয়ে ওই যুবক ভারতের জাতীয় সংগীত গাইছেন।

তিনি নিজেই তার মোবাইলের সেলফি ক্যামেরায় ভিডিওচিত্র ধারণ করেছেন। তিনি ও আশপাশের দর্শকরা পাকিস্তান দলের জার্সি পরেছিলেন। তার গলায় জড়ানো ছিল পাকিস্তানের পতাকা।

কে এই যুবক! সে খোঁজ নিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

এএনআইয়ের খবর, আদিল তাজ নামে ওই যুবকটি পাকিস্তান থেকে এসেছেন।

সংবাদমাধ্যমকে ভারতের জাতীয় সংগীত গাওয়াকে ‘শান্তি ও শ্রদ্ধার সামান্য নিদর্শন’ বলে জানিয়েছেন এ পাকিস্তানি যুবক।

এ সময় তার নতুন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কথা মনে পড়ে গিয়েছিল বলে জানান আদিল তাজ।

‘ভারত যদি এক ধাপ এগিয়ে আসে, আমরাও দুই ধাপ এগিয়ে যাব’- সম্প্রতি পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য তাকে ভারতীয় জাতীয় সংগীত গাইতে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি।

আদিল তাজ বলেন, খেলাধুলা বিভিন্ন দেশকে একত্রিত করে। আমাদের দুই দেশের মধ্যে আবার নিয়মিত সিরিজ হওয়া উচিত। শান্তির ক্ষেত্রে সেটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে হয় আমার।

পরের ম্যাচে ভারত ও পাকিস্তানের পতাকা একসঙ্গে সেলাই করে মাঠে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন বলে জানান আদিল।