ভারতে ‘জয় শ্রীরাম’ বলে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের ঝাড়খণ্ডে সামস তেবরেজ (২৪) নামে এক মুসলিম যুবককে খুঁটির সঙ্গে বেঁধে সাত ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করেছে উগ্র মৌলবাদী হিন্দুরা।

এ সময় তাকে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয়। এ সময় তার দেহ নিথর হয়ে পড়লে মোটরসাইকেল চুরির অভিযোগ আরোপ করে পুলিশে দেয়া হয়। খবর এনডিটিভির।

মোবাইল ফোনে ধারণ করা গত বুধবারের ওই নৃশংস ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার তা গণমাধ্যমের নজরে আসে।

সামসের পরিবারের অভিযোগ, উগ্রবাদীদের গণপিটুনির পর উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে তাকে বাঁচানো যেত। কিন্তু পুলিশ তা না করে তাকে প্রথমে থানায় নিয়ে গেছে মামলা করতে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, বিজেপি দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর তথাকথিত গোরক্ষক ও ধর্মীয় উগ্রবাদীরা আবারও মিথ্যা অভিযোগ এনে বিশেষ করে মুসলিমদের পিটিয়ে হত্যার মতো নৃশংসতা শুরু করেছে।