ভারতে বন্যায় ১০ জনের মৃত্যু

উত্তরপূর্ব ভারতে বন্যায় ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এরমধ্যে শুধু আসামেই মারা গেছে ৬ জন। টানা বৃষ্টি ও বন্যার পানিতে এখন পর্যন্ত সেখানকার ৮ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন।

দেশটির গণমাধ্যমের তথ্য মতে, এ রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২১টি বন্যায় ক্ষতিগ্রস্ত। পানি ঢুকেছে ৭০০ গ্রামে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লখিমপুর, ধেমাজি, বিশ্বনাথ, সেনাতপুর, ডারনিং, বরপেটা, চিরাং, নলবাড়ি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, মোরিগাঁও, হোজাই জেলার।

এ রাজ্যের প্রধান নদী ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছেন ভারতের আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, আসাম ছাড়াও অরুণাচল প্রদেশ, মিজোরাম ও অন্যান্য রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে।