ভারতে বিজেপি ছাড়লেন ২৫ নেতা, বিপাকে ক্ষমতাসীনরা

ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর-পূর্বাঞ্চলের ২৫ নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। লোকসভা নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি থাকতে এ ঘোষণায় বিপাকে পড়েছে দলটি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার অরুণাচলের দুই মন্ত্রী ও ছয় সাংসদসহ ১৮ বিজেপি নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

দেশটিতে আগামী ১১ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। অরুণাচলের বিধানসভা নির্বাচনও একই দিন হওয়ার কথা রয়েছে।

কাজেই নির্বাচনের আগে নেতাদের এভাবে দলত্যাগের ঘটনা বিজেপির বিপর্যয়ের আভাস দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

খবরে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনে মনোনয়নবঞ্চিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টিতে (এনপিপি) যোগ দিয়েছেন।

এনপিপি বিজেপির মিত্র হলেও এবার তারা একভাবে নির্বাচন করার কথা জানিয়েছেন। এ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের ২৫ নেতা বিজেপি থেকে সরে গেলেন।

অরুণাচলে বিজেপি ত্যাগকারীদের মধ্যে রয়েছেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়ায়ি, পর্যটনমন্ত্রী জারকার গামলিন, রাজ্য বিজেপির মহাসচিব জারপুম গামবিন ও আরও ছয় এমপি।

রাজ্য বিধানসভার নির্বাচনের জন্য বিজেপি ইতিমধ্যে নিজেদের ৫৪ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে, তাতে এসব নেতার নাম ছিল না।