ভারতে যমুনায় নৌকা ডুবে ২২ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে যমুনা নদীতে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশের বাঘপথ জেলা শহর থেকে ২২ কিলোমিটার দূরে কাথা গ্রামের তীরবর্তী যমুনা নদীর মাঝ বরারব বৃহস্পতিবার নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে।

বাঘপথ জেলা ম্যাজিস্ট্রেট ভাওয়ানি সিং জানিয়েছেন, নৌকাটিতে ৬০ জন আরোহী ছিলেন। অতিরিক্ত আরোহী তোলায় মাঝ নদীতে স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। যেসব আরোহী মারা গেছে, তাদের মধ্যে অধিকাংশই নারী।

পুলিশ জানিয়েছে, নৌকার ডুবে যাওয়া ২২ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে। নিখোঁজ আরোহীদের উদ্ধারে কাজ চলছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নৌকাডুবির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। মারা যাওয়া আরোহীদের পরিবারপ্রতি ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন আদিত্যনাথ।