ভারতে সংখ্যালঘু, দলিত ও নারীরা নিরাপত্তাহীন : মনমোহন সিং

ভারতে সংখ্যালঘু, দলিত ও নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেস নেতা কপিল সিব্বলের লেখা ‘শেডস অব ট্রুথ-আ জার্নি ডিরেলড’ শীর্ষক বইয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মনমোহন বলেন, দেশের যুবসম্প্রদায় অধীর আগ্রহে দুই কোটি চাকরির জন্য অপেক্ষা করছে। কিন্তু গত চার বছরে কর্মসংস্থান তো বাড়েইনি, বরং কমেছে। মোদি সরকার দেশের বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের সীমান্ত অসুরক্ষিত। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো নয়। দেশে একটি বিকল্প ধারণা প্রয়োজন বলেও মন্তব্য করেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এ সিনিয়র নেতা।