‘ভারত গরীব দেশ, বড় টুর্নামেন্ট আয়োজনের সামর্থ্য নেই’

কোনো ব্যয়বহুল টুর্নামেন্ট আয়োজন করার মতো সামর্থ্য নেই ভারতের। তাদের বড় কোনো আসর আয়োজন করা উচিত নয়।

আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এভাবেই ভারতকে কটাক্ষ করলেন ব্রিটিশ রেসার লুই হ্যামিল্টন।

পাশাপাশি ভিয়েতনাম ও তুরস্কের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই রেসার।

সম্প্রতি ভিয়েতনামে বানানো রেসিং ট্র্যাকের নতুন ভেন্যুর বিষয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষ্যাৎকারে তিনি বলেন, ‘আগেও ভিয়েতনামে গিয়েছি। ভিয়েতনাম খুব সুন্দর একটা দেশ।

এসময় নিজের তিক্ত অভিজ্ঞতা স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি কয়েক বছর আগে ভারতে এসেছিলাম। ওখানে রেসিং করতে গিয়ে আমার অভিজ্ঞতা মোটেই ভালো ছিলনা।’

ভারতে ফর্মুলা ওয়ান আয়োজনের পরিকাঠামো নেই মন্তব্য করে তিনি বলেন, ‘ভারতে ঠিকঠাক ট্র্যাক বানানোর মতো পরিবেশ নেই। ফর্মুলা ওয়ান রেসিং আয়োজন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এত অর্থ জোগাড় করে ফর্মুলা ওয়ান আয়োজন ভারতের মতো গরীব দেশের পক্ষে সম্ভব নয়।’

এসময় তিনি তুরস্কের প্রশংসা করে বলেন, ‘তুরস্ক গ্রাঁপ্রিতে গিয়ে সেখানে দারুণ রেসিং ট্র্যাক দেখেছি।’

উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের রেসিং ট্র্যাক বুদ্ধ সার্কিটে ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনবার ফর্মুলা ওয়ানের আসর বসেছিল। সেই সময় ভারতে এসেছিলেন হ্যামিল্টন।

পাঁচবারের ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন এই রেসারের এমন বক্তব্যে বিস্মিত সাবেক রেসার টটো ওলফসহ অনেকেই।