ভারত-চীনের সঙ্গে বন্ধুত্ব অর্থনীতিতে সুফল নিয়ে আসবে : পররাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আবদুল কালাম আবদুল মোমেন বলেছেন, দেশের অর্থনৈতিক আরও শক্তিশালী করতে প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা হবে।

দায়িত্ব নেয়ার একদিন পর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মঙ্গলবার এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দৃঢ় অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আরও কার্যকর সম্পর্ক চর্চা করবে বাংলাদেশ।

মোমেন বলেন, আমার মূল লক্ষ্য হল- গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করা। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত ও চীনের সঙ্গে বন্ধুত্বের সুফল ঘরে তুলতে চাইছে বাংলাদেশ।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ নীতি হিসেবে ভারত ও চীনের মতো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরালো করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধন অক্ষুণ্ন রাখতে কার্যকর সম্পর্ক চর্চারও চেষ্টা করা হবে।

তিনি বলেন, সাম্প্রতিক ইতিহাসের আর কোনো সময়েই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এত ভালো ছিল না।