ভারত-পাকিস্তানকে সংযত হতে বললো জাতিসংঘ

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেছেন, ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাখ্যানের পর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিও জাতিসংঘ পর্যবেক্ষণ করছে।

ওদিকে কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের পর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মরগান অর্টাগাস বিবৃতিতে, জম্মু ও কাশ্মীরের জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সংকট সমাধানে আলোচনার আহ্বান জানান।

এদিকে ভারতের এমন সিদ্ধান্তে বিক্ষোভ হয়েছে পাকিস্তানজুড়ে। ভারতের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব বিকল্প পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পাকিস্তান। বিবৃতিতে ভারতের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।