ভারত-পাকিস্তান উভয় দেশের পক্ষেই খেলেছেন যে তিন ক্রিকেটার!

ক্রিকেটের ২২ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই উত্তেজনা। যেন বাঘ-সিংহের লড়াই। বর্তমান ক্রিকেট বাস্তবতা এমন হলেও তিনজন ক্রিকেটার রয়েছেন যারা দুই দেশের প্রতিনিধিত্ব করেছেন।

এই তিন ক্রিকেটার হলেন গুল মুহাম্মদ, আবদুল কাদের ও আমির ইলাহি। এই তিন খেলোয়াড় প্রথম জীবনে খেলেছিলেন ভারতের হয়ে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর যথারীতে তাঁরা খেলেছেন পাকিস্তানের হয়ে।

গুল মুহাম্মদ ১৯২১ সালের ১৫ অক্টোবর লাহোরে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্যারিয়ারে মোট নয়টি টেস্ট খেলেছেন। এর মধ্যে আটটি খলেছেন ভারতের হয়ে ও অপরটি পাকিস্তানের হয়ে।

আবদুল কাদের ১৯২৫ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তারও জন্মস্থান ছিল লাহোর। তিনি আবদুল হাফিজ নামে তিনটি টেস্ট খেলেছেন ভারতীয় দলে। পরে পাকিস্তানের হয়ে আবদুল কারদার নামে ২৩টি টেস্ট খেলেছেন।

আমির ইলাহি ১৯০৮ সালের ১ সেপ্টেম্বর লাহোরে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের হয়ে একটি টেস্ট খেলেছেন। অন্যদিকে পাকিস্তানের হয়ে খেলেছেন পাঁচ টেস্ট।