ভুলে ৬০ টন গাঁজাভর্তি ট্রাক থানার সামনে পার্কিং!

সিমেন্টের ব্যাগের মধ্যে রাখা গাঁজার বস্তা বোঝাই একটি ট্রাক চালক ভুল করে রোববার মিশরের একটি থানার সামনে এনে রাখে বলে জানিয়েছে স্থানীয় একটি পত্রিকা।

উত্তর-পূর্ব মিশরের শহর এল-কানতারা শহরের পুলিশ কর্মকর্তা তাদের প্রধান কার্যালয়কে জানান, ৬০ টন ওজনের সিমেন্টের বস্তা বোঝাই একটি ট্রাক কে যেন তাদের থানার সামনে এনে রেখে গেছে।

ট্রাকের বস্তাগুলো পরীক্ষা করে কর্মকর্তারা দেখেন, ৯৫টি বস্তার মধ্যে সিমেন্টের পরিবর্তে গাঁজার দুটি করে বান্ডিল ভরা রয়েছে।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে বলে জানায় ইউম-সেভেন পত্রিকা।

উল্লেখ্য, মিশরসহ মধ্যপ্রাচ্যজুড়েই গাঁজা সাধারণভাবে সেবন করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ট্রাকের মালিক ৫১ বছর বয়সী এক নারী। ট্রাকটি চুরি গিয়েছিল নাকি তা নিশ্চিত হওয়া যায়নি। সেটি হারানো বা চুরি যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পায়নি পুলিশ।